ইতিহাস মানব জ্ঞ্যানের অন্যতম প্রাচীন একটি শাখা। সমাজ ও দেশে নিরন্তর ভাবে যেসব ঘটনা ঘটে চলেছে তার ধারাবাহিক প্রবাহকেই ইতিহাস বলা যায়। ইতিহাস মানব সমাজের পূর্বাপর ঘটনাবলীর সংক্ষিপ্ত বর্ণনা, ক্রমবিকাশমান সমাজের আয়নাস্বরূপ। ইতিহাস মানব সভ্যতার অগ্রগতি এবং ক্রমাগত উন্নয়নের প্রতিচ্ছবি।
কিন্তু আমরা আলোচনা করব বিজ্ঞানের ইতিহাস নিয়ে।
বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার উদ্ভাবনী ক্ষমতা এবং জ্ঞান-বিজ্ঞানে অগ্রযাত্রার ইতিহাস। বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতা একেবারে প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত ধারাবাহিক ভাবে চলে আসছে। প্রাচীনকালে বিজ্ঞানীরা প্রকৃতির বিভিন্ন ঘটনাবলী এবং গণিতের নিয়মগুলি নিয়ে চিন্তা করেছেন একধরনের কৌতুহল থেকে। এই কৌতুহল জ্ঞানের সৃজনের প্রথম ধাপ ছিল। মধ্যযুগে, ইসলামী বিজ্ঞান এবং গ্রীক গণিতের প্রয়োগের মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের অনেক অগ্রগতি সাধিত হয়। আর আধুনিক যুগের ইতিহাস তো আমাদের সবার সামনে।
প্রাচীন কালের প্রকৃতির একেবারে প্রাথমিক উপাদানগুলোর গবেষণা থেকে শুরু করে, মধ্যযুগের বৈজ্ঞানিক প্রক্রিয়া, উদ্ভাবনী মডেলের বিকাশ, আধুনিক যুগে বিজ্ঞানের উন্নততর প্রযুক্তি এবং আধুনিক তত্ত্বের বিকাশের কাহিনী রয়েছে এর পাতায় পাতায়।সেসব পাতাগুলো আমরা উলটে পালটে দেখব। জানার চেষ্টা করব এই সব আবিষ্কারের পিছনে তাদের দর্শন, চিন্তা, চালিকা শক্তি।