ডা. শেখ আব্দুল্লাহ আল মুকিত, পেশায় চিকিৎসক হলেও নেশা পড়াশোনা আর লেখালেখি। বেড়ে ওঠা আপামর বাংলার মফস্বল শহরে। ভার্চুয়াল জগতে লেখালেখির শুরু মেডিকেল ছাত্রাবস্থায়(যদিও অনেক লেখায় হারিয়ে গেছে, লেখাগুলো সংগ্রহে রাখাও এই ব্লগের উদ্দেশ্য!)
প্রথম থেকেই মানুষের শরীরে ঘটে চলা সূক্ষাতিসূক্ষ ক্রিয়া-প্রতিক্রিয়া অভিভূত করেছে, মিলেছে এক মহা-কারিগরের আভাস। ক্রমেই সেল বায়োলজির বিষয় গুলো নিয়ে পড়াশোনা শুরু করি। পাশাপাশি বিজ্ঞানের সঠিক কার্যধারা জানতেও উদগ্রীব হয়ে উঠি। পড়াশোনা করছি বিজ্ঞানের স্বরূপ এবং দর্শন নিয়ে।
শিক্ষাজীবন খুব বর্ণাঢ্য না হলেও ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করে আশির্বাদপুষ্ট হয়। বর্তমানে ক্যান্সার চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছি। ইচ্ছা আছে ক্যান্সার চিকিৎসা এবং সেল বায়োলজি নিয়ে উচ্চতর গবেষণা করার।
বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে পড়াশোনা এবং গবেষণার মূল চালিকা শক্তি স্রষ্টার নৈকট্য হাসিল। অতঃপর বিজ্ঞানের সঠিক স্বরূপ মানুষের সামনে মেলে ধরা।